ব্লক-বাটিক

এই কোর্সে যা থাকছে
প্রতিদিনের প্রয়োজনের পাশাপাশি বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্লক বাটিকের পোশাক পরা যায়। নিত্যনতুন ডিজাইন ও স্বল্পমূল্যের জন্য ব্লক বাটিকের কাপড় গ্রাহকদের পছন্দের তালিকায় প্রথমে রয়েছে। বর্তমানে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ব্লক বাটিকের কাপড় পাওয়া যায়। যে কোন তরুণ উদ্যোক্তা ব্লক বাটিকের কাজ করে খুব সহজেই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে।
ব্লক বাটিকের কাজ স্বল্প পুঁজিতে করা যায় বিধায় অনেক মানুষই এই ক্ষেত্রটিকে সহজ ব্যবসা হিসাবে বিবেচনা করছেন। মানুষের প্রতিদিনের মৌলিক বস্তুগুলোর একটি পোশাক। সময়ের সাথে সাথে আধুনিকতার সাথে তাল মিলিয়ে পোশাকে এসেছে নানান রং ও বৈচিত্র্য। গরমে ব্লক বাটিকের কাজ করা সুতির পোষাক গুলি আপনাকে দিতে পারে পরম শান্তি, পাশাপাশি ফ্যাশনেও দিতে পারে দারুন অনুষঙ্গ।
এই ব্যবসা শুরু করার আগে কাজ শিখে নিতে হবে। পোশাকের ধরন অনুযায়ী ব্লক বাটিকের নকশা নির্বাচন করে নিতে হবে। খুব সহজেই কাপড়ে ব্লক প্রিন্ট এর কাজ করা যায়। ডাইসে রং মেখে কাপড় টেবিলের উপর রেখে কাপড়ের নির্দিষ্ট স্থানে চাপ দিয়ে ব্লকের কাজ করা হয়। আর বাটিকের কাজ করতে হয় সুতা দিয়ে কাপড় বেধে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে কাপড় রঙে চুবিয়ে।
কোর্স কারিকুলাম
বুটিকস: আলু দিয়ে থ্রেড প্রিন্ট
-
আলু দিয়ে থ্রেড প্রিন্ট টেকনিক
00:00:00 -
আলু দিয়ে থ্রেড প্রিন্ট পদ্ধতি
00:00:00
বুটিকস: টি-শার্ট এর ওপর মোজাইক প্রিন্ট টেকনিক
-
মোজাইক প্রিন্ট টেকনিক
00:00:00
শাড়িতে ব্লক প্রিন্ট
-
কেমিক্যাল ও সরঞ্জাম পরিচিতি
00:00:00 -
রঙের মিশ্রণ ও ব্লক করার পদ্ধতি
00:00:00 -
বাজারজাতকরণ
00:00:00
ওড়নায় ব্লক প্রিন্ট
-
কেমিক্যাল ও সরঞ্জাম পরিচিতি
00:00:00 -
রঙের মিশ্রণ
00:00:00 -
ব্লক করার পদ্ধতি
00:00:00
থ্রী পিসে ব্লক প্রিন্ট
-
কেমিক্যাল ও সরঞ্জাম পরিচিতি
00:00:00 -
থ্রী পিসে ব্লক প্রিন্ট পদ্ধতি
00:00:00