কুকিং ও শেফ কোর্স

এই কোর্সে যা থাকছে
খুব কম পরিমাণ পড়াশুনা জানা সত্বেও শুধুমাত্র রন্ধন শিল্প ভালোভাবে জেনেই নিজের সফলতাকে আর্ন্তজাতিক পরিমন্ডলে ছড়িয়ে দেওয়া সম্ভব। কাজেই সবাই অন্ধের মত অন্যের দেখিয়ে দেওয়া পেশাই ক্যারিয়ার গড়ার পরিকল্পনা না করে প্রথম থেকেই যদি রন্ধন শিল্পকে ভালোবেসে পেশা হিসেবে গ্রহণ করেন তাহলে বেকারত্ব তো থাকবেই না বরং আপনার কাজ দ্বারা আপনি সমাজকে এবং দেশকে গর্বিত করতে পারবেন ।