আমাদের সম্বন্ধে
ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট – দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের জন্য বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ এসএমই বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম। এটি একটি অলাভজনক সামাজিক উদ্যোগ যার মাধ্যমে যে কারো পক্ষে, যেকোন জায়গা থেকে, যেকোন সময়ে, যে কোন পর্যায়ে, সম্পূর্ন বিনামূল্যে বাস্তবমুখী কারিগরি এসএমই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব। সকলের জন্য দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা, সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করা, কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা তথা এসএমই খাতের বিকাশের মাধ্যমে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো – ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট এর অন্যতম উদ্দেশ্য।
স্বক্ষমতা বৃদ্ধি
উদ্যোক্তাদের গতানুগতিক কর্ম পদ্ধতি এবং ডিজিটাল প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পণ্যদ্রব্য উৎপাদন এবং উৎপাদন দক্ষতা বাড়াতে করণীয় এই বিষয়গুলোই এই সংস্থার মূল কাজের ক্ষেত্র।
টেকসই এসএমই
বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়নে কর্ম সংস্থান সৃষ্টি করে এসএমই উদ্যোক্তারা সংস্কৃতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে ঘনিষ্ঠভাবে যাতে কাজ করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট।
মানব-সম্পদ
সৃজনশীল এবং দক্ষভাবে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলে একজন কর্মীকে মানবসম্পদে পরিণত করা, এবং তার দক্ষতার জায়গা গুলিকে আরো পরিশীলিত ভাবে এবং পরিণত ভাবে উপস্থাপন করা ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট এর অন্যতম প্রধান লক্ষ্য।
জ্ঞ্যানের আলো ছড়িয়ে দিতে
সর্বস্তরে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্যে এসএমই ডিজিটাল ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। সবার জন্যে দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়া এসএমই ডিজিটাল ইনস্টিটিউট এর অন্যতম উদ্যোগ।
আমাদের গল্প
উন্নয়নের জন্য এসএমই, এই প্রত্যয় নিয়ে কাজ করে চলেছে ঐক্য ফাউন্ডেশন। ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট, ঐক্য ফাউন্ডেশন এর একটি উদ্যোগ যার মাধ্যমে তরুণ উদ্যোক্তা তৈরির উপর জোর দেয়া হয়েছে। বাংলাদেশের জনশক্তিকে দক্ষ জনসম্পদে রুপান্তর করতে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে। দক্ষ এবং সফল উদ্যোক্তার আগমনে বাংলাদেশের এসএমই খাতকে অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসাবে চিহ্নিত করা সম্ভব হবে। আমাদের অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মে আগ্রহী সকলে, এমনকি ব্যস্ততম শিক্ষার্থীরাও অনলাইন প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত উদ্যোক্তা হতে সক্ষম হবেন। “ঐক্য” একটি অলাভজনক সংস্থা হিসাবে বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের সফলতার গল্প তুলে ধরতেই নিরলসভাবে কাজ করে চলেছে। এসএমই পণ্যের জাতীয় এবং আন্তর্জাতিক প্রদর্শন ও প্রচার, অনলাইন মার্কেটপ্লেস oikko.com.bd স্থাপন, অনলাইন বিক্রয় বৃদ্ধি, পরিকল্পনা ও দূর-শিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা, এবং বাংলাদেশের প্রতিটি উপজেলায় ঐক্য স্টোর স্থাপন, এবং এসএমই খাতের উদ্যোক্তা এবং তাদের সহকর্মীদের কর্মপরিবেশ এবং স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করার জন্য ঐক্য হেলথ, সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের সফলতার, সমস্যার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে উদ্যোক্তা বার্তা – এই বিষয়গুলো নিয়ে ঐক্য ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মুক্তির বার্তা, ক্ষুদ্র জ্ঞানের সম্মিলনে
আমরা বিশ্বাস করি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকেরই জীবন উন্নত করার অধিকার রয়েছে এবং সেটাকে বিশ্বমানে উন্নীত করার ক্ষমতাও রয়েছে। উদ্ভাবন, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সৃজনশীলতার সমন্বয়ে বিনামূল্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সার্বজনীন শিক্ষা প্রদান ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট এর প্রতিশ্রুতি।